দুইপ্রার্থী’র কেউই বরিশাল সিটির বাসিন্দা না: তাপস

News News

Desk

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

অনলাইন ডেস্ক : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশনের জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, বিসিসি নিবার্চনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খুলনায় স্হায়ীভাবে বসবাস করতেন।

ইসলামি আন্দোলন প্রার্থী চরমোনাই এর স্থায়ী বাসিন্দা। তারা দুজন কেউ সিটির বাসিন্দা না। যাদের সাথে নগরবাসীর নারীর সম্পর্ক নেই তারা কিভাবে নগরের সাধারণ মানুষের সেবা করবেন।

জনগণের ভোট নিয়ে কেউ খুলনায় অফিস করবেন। কেউ আবার সিটি কর্পোরেশনের হেড কোয়ার্টার চরমোনাই নিয়ে যাবেন। তাদের কথায় ভোট না দিয়ে বরিশালের সন্তানকে ভোট দিন।আমার ছেলেবেলা ও যৌবন আপনাদের সাথে কেটেছে।

বরিশালের মাটির গন্ধ নিয়ে আমি বড় হয়েছি। এই মাটিতে আমি ঘুমাতে চায়। আমি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে নগরের সেবক হতে চায়। আমি কোনদিনও আপনাদের ছেড়ে চলে যেতে পারবো না। রোববার (২১ মে) বিকেলে ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বরিশালে রিটার্নিং কর্মকর্তা একপক্ষের কথা শোনেন। তিনি আমাদের চোখে দেখেন না। আমরা বার বার তার অপসারণ চেয়েছি। আমাদের কথা কেউ শুনছেন না। তাকে দিয়ে একটি পক্ষ পারি জমাতে চায়। সে সুযোগ আমরা হতে দিবো না। তিনি বরিশালবাসীকে জেগে উঠতে বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, অ্যাডভোকেট এম এ জলিল, আক্তার রহমান সপ্রু, অধ্যাপক গিয়াসউদ্দিন, নজরুল ইসলাম, মহানগর ছাত্র সমাজের আহবায়ক হাওলাদার জাহিদ,

৬নং ওয়ার্ড সভাপতি হারিছুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মিঠু হাওলাদার, ৫নং ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক সিকদার ইউনুস, আলী হোসেন, আবু মিয়া, বেল্লাল হোসেন, জিসান প্রমুখ।