মাগুরার শ্রীপুরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : মাগুরার শ্রীপুরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকালে উপজেলার ৫নং দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চর চৌগাছি গ্রামের মৃত ছাদেক আলীর ছেলে শাহাদত আলী বিশ্বাস (৬০), জুলমত আলীর ছেলে মিজান শেখ (৫০) ও আছমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী (৫৫)।

দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ‘চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের জমিতে কাজ করছিলেন তিন কৃষকের। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিন জন মারা যান।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন