বরিশাল নগরীতে ইউপি মেম্বারকে কুপিয়ে জখম News News Desk প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩ মনিরুল ইসলাম, বরিশাল : প্রতিপক্ষের দায়ের করা পাল্টা মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে একজন ইউপি সদস্য দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে অটোরিক্সা থেকে টেনে হিচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে। আহত ইউপি সদস্যের নাম মো: খায়রুল আলম হান্নান (৪০)। তিনি সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য।গতকাল দুপুর ১ টা ১৫ মিনিটের সময় নগরীর মড়কখোলা পোল এলাকার নিকট সড়কে তার উপর হামলা চালায় ৪/৫ সশস্ত্র দুর্বৃত্ত। আহতকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দৃর্বৃত্তদের দায়ের করা একটি পাল্টা মামলার অভিযুক্ত ইউপি মেম্বার হান্নান আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, বেশ কিছুদিন পূর্বে সম্পদ, শাকিল, পারভেজ সহ একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে কাশিপুরের বিল্ববাড়ি গ্রামে চড়াও হয়। গ্রামবাসি তাদের ধরে পুলিশে সোপর্দ করে। এঘটনায় ইউপি সদস্য হান্নান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। সেসময় জামিনে বেরিয়ে এসে হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত হান্নান মেম্বর’র বড় ভাই মোঃ মনিরুজ্জামান ফোরকান। SHARES প্রচ্ছদ বিষয়: