বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু News News Desk প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশালের উজিরপুরের শিকারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় হালদার (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃত কৃষকের স্বজনরা জানান, আজ বিকেলে নিজের পানের বরজে বৈদ্যুতিক পাম্প চালিয়ে পানি দিতে যায় সঞ্জয়। এ সময় পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সঞ্জয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা পরিদর্শন করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES প্রচ্ছদ বিষয়: