করোনা : চীনে এক সপ্তাহে ১৩ হাজার মৃত্যু

News News

Desk

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : চীনে এখনও দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত সপ্তাহে প্রায় ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

তবে এই হিসাবে শুধু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ও এর জেরে বিভিন্ন জটিলতায় ভুগে বাড়িতে যারা মারা গেছেন, তাদেরকে এই হিসাবে রাখা হয়নি।

চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৬৮১ জন করোনার কারণে শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগে মারা গেছেন। আরও ১১ হাজার ৯৭৭ জন করোনার কারণে বিভিন্ন জটিলতায় ভুগে মারা গেছেন। সূত্র: রয়টার্স

সূত্র : বাংলাদেশ প্রতিদিন