খুলনা টাইগার্সকে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

News News

Desk

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

অনলাইন ডেস্ক : খুলনা টাইগার্সকে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। উসমান খানের ঝড়ো সেঞ্চুরিতে ৪ বল হাতে রেখে ৯ উইকেটে বড় জয় পেয়েছে চট্টগ্রাম।

চলতি বিপিএলে একই ম্যাচে আজ দুই সেঞ্চুরি হলো। পাকিস্তানি ব্যাটার আজম খানের ৫৮ বলে ১০৯ রানকে ম্লান করে দিলেন তারই স্বদেশি ব্যাটার উসমান খান।

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে খুলনার ১৭৮ রানের বিশাল স্কোরকে খুব সহজেই তাড়া করে চট্টগ্রামকে দারুণ জয় এনে দিলেন তিনি।

১০ চার ও ৫ ছয়ে ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খান।

সোমবার (৯ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স।

শুরু থেকেই স্ট্রাগল করে এগোতে থাকা খুলনা প্রথম ৪ ওভারে করে মোটে ১২ রান। এরপর আজম খান এসে চিত্রপট বদলে দেন। ব্যাট হাতে দাপট দেখিয়ে তুলে নেন সেঞ্চুরি। আর তাতে নির্ধারিত ২০ ওভার শেষে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭৮।

ছয় মেরে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছেন পাকিস্তানের এ ক্রিকেটার। ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ছয় মেরেছেন ৮টি। চারের মারও কম ছিল না, ৯ বার বাউন্ডারি ছাড়া করেছেন চট্টগ্রামের বোলারদের।

আজম খান ১০৯ রান করে অপরাজিত থাকেন। তার ঝড়ো ব্যাটিংয়ে চট্টগ্রামকে ১৭৯ রানের লক্ষ্য দেয় খুলনা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড