মাধবপাশায় পুলিশ সদস্যর মুরগী লুট News News Desk প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২ নিজস্ব প্রতিবেদক- বাবুগঞ্জে পূর্ববিরোধের জের ধরে এক পুলিশ সদস্যর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় হামলাকারিরা পুলিশ সদস্য প্রায় ৪০০ মুরগী লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার (০৯) জুম্মা নামাজের সময় উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা ৭ নং ওয়াডের্র পুলিশ সদস্য মো. আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগির ছেলে মো. ফাহাদ খান জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সাথে একই এলাকার সালাম খান গংদের বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার(০৯) জুম্মার নামাজের সময় সালাম খান, মিজান খান, দুলাল খান, পলাশ খান, ফিরোজ খান ও আলমগীর খান ও তাঁর বাহিনী তাদের বাড়ির বাউন্ডারি ভেঙ্গে ফেলতে যায়। এসময় বাধা দিতে গেলে তাঁরা ক্ষিপ্ত হয়ে মুরগীর র্ফাম থেকে ৪০০ লেয়ার মুরগী নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। তিনি জানান, ঘটনার বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবগত করা হয়। পরে কর্তব্যরত এসআই মো. আকতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সালাম খানের ব্যবহারিক মুঠোফোনে জানার চেষ্টা করা হলে বন্ধ পাওয়া তা সম্ভব হয়নি। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন ভুক্তভোগি পরিবারের কাছ থেকে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড