বরিশালে স্কুলশিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ স্লোগানে স্কুলশিক্ষার্থীদের নিয়ে বরিশালে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচারের অংশ হিসেবে জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল জিলা স্কুল অডিটরিয়ামে জিলা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা গল্প বলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কবির (বুলু)। এসময় উপস্থিত ছিলেন তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরীসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় দশ জন বিজয়ীকে জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী বই উপহার দেওয়া হয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড