স্পেনে ৩২ টন গাঁজার চালান জব্দ করেছে পুলিশ

News News

Desk

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

অনলাইন ডেস্ক : রেকর্ড ৩২ টন গাঁজা’র চালান জব্দ করেছে স্পেনের পুলিশ। যার বাজার মূল্য ৬০ মিলিয়ন পাউন্ড বেশি।

এ ঘটনায় জড়িত ২০ জন নারী-পুরুষকেও গ্রেফতার করা হয়েছে। খবর ডেইলি মেইল ও রয়টার্সের।

জানা গেছে, শুকনো গাঁজা প্যাকেট করে সুইজারল্যান্ড-হল্যান্ড-জার্মানি ও বেলজিয়ামের উদ্দেশে পাঠানো হচ্ছিলো। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে গোপন আস্তানায় অভিযান চালায় স্পেনের পুলিশ।

গেল মাসে এ ঘটনা ঘটলেও তা প্রকাশ করা হয় সম্প্রতি। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ পুরুষ ও ১১ নারী রয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড