বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল

News News

Desk

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার ৪ দিন পর শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন। তাই, ১৩ দিন আগেই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল।

সোমবার (৭ নভেম্বর) ব্রাজিল কোচ তিতে চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন।

দলে তেমন কোনো চমক দেননি তিতে। দীর্ঘদিন ধরে যে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তাদের ভেতর থেকেই বেছে নিয়েছেন ২৬ জনকে।

তবে দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও ২৬ জনের স্কোয়াডে জায়গা হয়নি লিভারপুলের ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। এছাড়া আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও জায়গা হয়নি গ্যাব্রিয়েল মাগালহায়েসের।

ব্রাজিলের বিশ্বকাপ শুরু হচ্ছে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে। গ্রুপ ‘জি’তে ব্রাজিলের অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে আর ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে।

বিশ্বকাপের আগে দারুণ ফর্মে আছেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। পিএসজিতে নেইমার জুনিয়র, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনায় রাফিনহাও কম যাচ্ছেন না। প্রিমিয়ার লিগে নিজেদের মেলে ধরেছেন অ্যান্থনি, গ্যাব্রিয়েল জেসুসরাও।

রক্ষণটা ঠিকই দূর্গ বানিয়েছে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার, ম্যানচেস্টার সিটির এডারসন মোরেয়াস। এছাড়া চেলসিতে আছেন থিয়াগো সিলভা, লিভারপুলের মধ্যমাঠের অন্যতম সেরা সেনানি ফ্যাবিনহো।

দলে সর্বোচ্চ তিনজন সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাস থেকে।

দুইজন করে আছে পিএসজি, লিভারপুল, আর্সেনাল, ফ্ল্যামেঙ্গো থেকে।

আর একজন করে আছেন ম্যানচেস্টার সিটি, চেলসি, ওয়েস্ট হাম, নিউক্যাসল ইউনাইটেড, পালমেইরাস, পুমাস, সেভিয়া, বার্সেলোনা এবং টটেনহাম হটস্পার্স থেকে।

ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরেস (ম্যানচেস্টার সিটি),ওয়েভারটন (পালমেইরাস)

রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেজ (পুমাস), অ্যালেক্স তেয়াস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), ব্রেমার (জুভেন্টাস)।

মধ্যমাঠ: কার্লোস ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম), এভারটন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।

আক্রমণভাগ: নেইমার জুনিয়র (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম হটস্পার্স), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)।

সূত্র : দেশ রূপান্তর