সিরিয়া উপকূলে অভিবাসী বহনকারী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

News News

Desk

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : সিরিয়ার উপকূলে লেবানন থেকে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও অনেককে।

সিরিয়ার সরকারের বরাত দিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাডুবিতে ৩৪ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার ২০ অভিবাসী ও শরণার্থীকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বেঁচে যাওয়াদের উদ্ধৃত করে বলেছে, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে ১২০ জন অভিবাসী নিয়ে নৌকাটি ছেড়ে আসে।

বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি বলেছেন, উত্তাল সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতির মধ্যেই অনুসন্ধান অভিযান চলছে।

কিছু লেবানিজ, সিরিয়ান ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট-বিধ্বস্ত লেবানন থেকে সমুদ্রপথে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা বেড়েই চলেছে। অবৈধ এই যাত্রা পথে এটিই সবচেয়ে মারাত্মক ঘটনা।

সূত্র : দেশ রূপান্তর


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড