ব্রাজিলে স্পিডবোট ডুবে কমপক্ষে ১১ জনের মৃত্যু News News Desk প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ অনলাইন ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এক বিবৃতিতে ব্রাজিলের নৌ-বাহিনী জানিয়েছে, দ্রুতগতির ওই নৌকাটি (স্পিডবোট) বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের মারাজো দ্বীপ থেকে রাজ্যের রাজধানী বেলেমের দিকে যাচ্ছিল। ডুবে যাওয়া নৌকাটির ৬৩ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে, পাওয়া গেছে ১১টি মৃতদেহ। অনুমান করা হচ্ছে, নৌকাটিতে আরও যাত্রী ছিল। তাদের খোঁজে অভিযান চলছে বলে ই-মেইল জানিয়েছেন পারার জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী। নৌকাডুবির ঘটনায় রাজ্যের দমকলকর্মীরা ও নৌ-বাহিনী আলাদা বিবৃতিতে প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল। দমকলকর্মীরা তাদের বিবৃতিতে জানান, ডুবে যাওয়া নৌকাটির আন্তঃজেলা জলপথে যাত্রী পরিবহনের অনুমতি ছিল না। এটি রওনা-ও হয়েছিল অবৈধ একটি বন্দর থেকে। দুর্ঘটনার তদন্ত শুরু করা পুলিশ এক বিবৃতিতে বলেছে, তদন্ত এবং যারা দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনতে পুলিশ এখতিয়ার অনুযায়ী উপযুক্ত সব ব্যবস্থাই নেবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: