বরিশাল-৫ আসনে ধানের শীষের পক্ষে মৎসজিবী দলের ব্যাপক প্রচার-প্রচারণা News News Desk প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬ নিজস্ব প্রতিবেদক :বরিশাল সদর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মজিবর রহমান সরওয়ারের পক্ষে জোরালো প্রচার-প্রচারণা চালিয়েছেন বরিশাল মহানগর মৎসজিবী দলের সভাপতি আজাদ সিকদারসহ দলীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর ব্যস্ততম এলাকা চৌমাথায় এ গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রচারণাকালে মৎসজিবী দলের সভাপতি আজাদ সিকদার বলেন, বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আজ আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। জনগণ এবার পরিবর্তন চায়, তারা ধানের শীষ প্রতীকেই তাদের ভোট দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য প্রতিটি ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এলাকাবাসীর মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড