বরিশাল সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

সভায় কমিটির সরকারি কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় বরিশাল সদর উপজেলায় শিশু পাচার প্রতিরোধে কর্মরত উন্নয়ন সংগঠন রূপান্তর তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে আলোকপাত করে।

এছাড়া প্রকল্প কর্মএলাকার শিশু সুরক্ষা কমিটির পক্ষে চরকাউয়া, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ পাচারের ঝুঁকিতে থাকা মোট ৫৬ জন শিশুর একটি তালিকা কমিটির সভাপতি ও সদস্য সচিবের নিকট হস্তান্তর করেন।

তালিকাভুক্ত শিশুদের অধিকাংশই এতিম, পথশিশু ও দারিদ্রসীমার নিচে বসবাসকারী।

পাশাপাশি কয়েকজন শিশুর জন্মনিবন্ধন না থাকায় তারা যেকোনো সময় প্রলোভনে পড়ে মানব পাচার বা যৌন হেনস্তার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সভায় জানানো হয়।

এই শিশুদের সম্ভাব্য ঝুঁকি থেকে রক্ষার লক্ষ্যে পুনর্বাসন, শিক্ষা এবং জীবনযাত্রার অন্যান্য প্রয়োজন পূরণে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে কমিটির সদস্যরা ঐক্যমত পোষণ করেন।

কমিটির পরবর্তী কর্মপরিকল্পনার অংশ হিসেবে ১৪ জন শিশুর জন্মনিবন্ধন, ১০ জন শিশুর শিক্ষা সহায়তা প্রদান এবং সরকারি বিভিন্ন দপ্তরের মাধ্যমে সচেতনতা কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড