বরিশালে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

নিজন্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচ‌নে বিভিন্ন দ‌লের প্রার্থীরা প্রতিশ্রু‌তি দি‌য়ে‌ছেন যে, নির্বা‌চিত হ‌লে নদীমাত্রিক ব‌রিশালের নদী-খাল হত‌্যা কর‌তে দেয়া হ‌বে না। নদী শাসন ক‌রে দক্ষিনাঞ্চ‌লের নদীপথের গৌরব ফি‌রি‌য়ে আনা হ‌বে। আর এজন‌্য নির্বাচনকালীন প্রার্থী‌দের ম‌ধ্যে সৌহর্দপূর্ন সম্পর্ক বজায় রাখার তা‌গিদ দেয়া হ‌য়ে‌ছে। এ নির্বাচ‌নেও য‌দি দি‌নের ভোট রা‌তে হয় তাহ‌লে ভোটাররা কে‌ন্দ্রে যে‌তে নিরুৎসা‌হিত হ‌বেন ব‌লে আশংকা করা হয়। এক্ষে‌ত্রে বড় দুই দল বিএন‌পি ও জামায়া‌ত‌কে দা‌য়িত্ব নেয়ার প্রতি জোর দেয়া হ‌য়ে‌ছে। সোমবার ব‌রিশা‌লের এক‌টি অ‌ভিজাত কন‌ভেনশন হ‌লে “নির্বাচনী সৌহার্দ্য সংলাপ” শীর্ষক মত‌বিনময়ে এধর‌নের মতামত উঠে এসে‌ছে। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, বরিশাল-এর উদ্যোগে আয়োজিত এই সংলাপটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।
সংলা‌পের সভাপ‌তিত্ব ক‌রেন ব‌রিশাল মা‌ল্টি অ‌্যাড‌ভো‌কে‌সি ফোরা‌মের (এমএএফ) উপদেষ্টা  ও জেলা দ‌ক্ষিন বিএন‌পির সদস‌্য স‌চিব অ‌্যাড. আবুল কালাম শাহিন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর উপ প‌রিচালক দিপু হাফিজুর রহমান এর সঞ্চালনায় সংলা‌পে বিভিন্ন দ‌লের প্রার্থী সহ নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধি, মান্তা সম্প্রদায়, হরিজন সম্প্রদায়, কুটির শিল্প উদ্যোক্তা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী অংশগ্রহন ক‌রেন।
সংলা‌পে ব‌রিশাল-৫ আস‌নের প্রার্থী এবং জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় সহকা‌রি সে‌ক্রেটা‌রি জেনা‌রেল অ‌্যাড. মোয়াযযম হোসাইন হেলাল ব‌লেন, নদী আমা‌দের বড় সম্পদ। কোন নদী‌কে হত‌্যা করতে দেয়া হ‌বে না। নির্বা‌চিত হ‌লে নদী, খাল সংরক্ষন কর‌বো। পা‌নি দুষন, নদী দুষন, খাল দুষন রো‌ধে কার্যকরী উদ্যোগ নেয়া হ‌বে। দরকা‌রে সং‌শ্লিস্ট‌দের বাধ‌্য করা হ‌বে। তারা (সং‌শ্লিস্টরা) বছ‌রে ২ বার নদী‌তে গি‌য়ে গোসল কর‌বে। তি‌নি আরও ব‌লেন, নির্বাচ‌নের ম‌ধ্যে  সস্প্রতি, সংরক্ষন কর‌তে হ‌বে। সৌহা‌র্দ ধ‌রে রাখ‌লে তা আচারন বি‌ধির চে‌য়েও কার্যকর হ‌বে।
ব‌রিশাল-৫ আস‌নের বিএন‌পির প্রার্থী ম‌জিবর রহমান সরওয়ার এর প‌ক্ষে নজরুল ইসলাম খান রাজন বলেন, এ আস‌নে একা‌ধিকবার নির্বা‌চিত হ‌য়ে এ অঞ্চ‌লের নদী সংস্কার বিষ‌য়ে আমা‌দের প্রার্থী কাজ ক‌রে‌ছেন। নদী শাসন না হওয়ায় ম‌রে যা‌চ্ছে নদীপথ। প্রার্থীর প‌রিকল্পনা র‌য়ে‌ছে নির্বা‌চিত হ‌লে নদী শাস‌ন, খাল খন‌নে কাজ কর‌বেন।
নগর জামায়াতের না‌য়ে‌বে আমীর মাহমুদ হো‌সেন দুলাল ব‌লেন, বিএন‌পি অথবা জামায়া‌তের মধ‌্য থে‌কেই আগামী দি‌নে দেশ প‌রিচালনা কর‌বে। ১৭ বছর পর তাই আমরা কেন সৌহার্দপূর্ন আচারন ধ‌রে রাখ‌তে পার‌বে না।
ব‌রিশাল-৫ আসন থে‌কে প্রার্থীতা প্রত‌্যাহার করা
গনঅ‌ধিকার প‌রিষ‌দের বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক র‌ফিকুল ইসলাম রা‌সেল ব‌লেন, দি‌নের ভোট রা‌তে হওয়ার প‌রি‌স্থি‌তি যেন না হয়। এমনটা হ‌লে ভোটাররা কে‌ন্দ্রে যে‌তে নিরুৎসা‌হিত হ‌বেন। এক্ষে‌ত্রে বিএন‌পির দা‌য়িত্ব বে‌শি।
ব‌রিশাল-৫ আসন থে‌কে প্রার্থীতা প্রত‌্যাহার করা
এন‌সি‌পির জেলা আহবায়ক আবু সাঈদ মুসা ব‌লেন, সাম‌নে জাতীয় নির্বাচন। ভো‌টের সময় হামলা, মামলা, নির্যাতন থে‌কে আমরা বেড়ি‌য়ে আস‌তে চাই।
এছাড়াও সংলা‌পে অন‌্যান‌্য বক্তারা নির্বাচনের পূর্বে এবং নির্বাচন পরবর্তী পারস্পরিক সৌহার্দ্যের সংস্কৃতির প্রতি আহ্বান জানান। এতে প্রান্তিক জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এমন‌কি নদী সুরক্ষা, পরিবেশ রক্ষায় উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন তারা।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড