বাউফলে রাইস মিলে অগ্নিসংযোগের অভিযোগ News News Desk প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬ মাসুম বিল্লাহ পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী বগি বাজারে এক রাইস মিলে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মিলটিতে এই অগ্নিসংযোগ করে। মিল মালিক খলিল মাতব্বর জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কেরোসিনে ভেজানো কাপড় পেঁচিয়ে মিলের জানালার ভেতরে আগুন দিয়ে পালায়। সকালে মিলে এসে তিনি পোড়া কাপড়, পোড়া তাড় ও মটারের উপর কেরোসিন পড়ে থাকতে দেখেন। খলিল মাতব্বর বলেন, “এ ব্যাপারে আমি স্থানীয় লোকজনকে জানিয়েছি এবং থানায় অভিযোগ করব। প্রশাসন যেন তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনে।” এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড