বাউফলে জেলে ও মান্তা সম্প্রদায়ের মধ্যে বিজিএফ-এর চাল বিতরণ News News Desk প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে জেলে ও মান্তা সম্প্রদায়ের ৯০০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করেছে বিজিএফ (BGF)। মৎস্য আহরণে নিষেধাজ্ঞাজনিত সংকটে থাকা এই সম্প্রদায়ের জীবন-জীবিকায় সহায়তা করতে বুধবার সকাল ১১টায় কালাইয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জেলে ও মান্তা সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, “সরকারি নিষেধাজ্ঞার ২২ দিন আপনারা নদীতে মাছ আহরণে বিরত থাকুন। এ সময় যেন আপনাদের জীবন-জীবিকায় কোনো সংকট না হয়, সে জন্য এই চাল বিতরণ করা হয়েছে। আমরা প্রতিটি স্পটে গিয়ে এই সহায়তা পৌঁছে দিচ্ছি।” তিনি আরও বলেন, “জেলে ও মান্তা সম্প্রদায় আমাদের সমাজের লোক। তাদের সংকটে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাইয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিক, প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, ট্যাগ অফিসার মো. যুবায়ের হোসেনসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। সুবিধাভোগী জেলে ও মান্তা সম্প্রদায়ের সদস্যরা এই সময়োপযোগী সহায়তার জন্য বিজিএফ এবং স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, মাছ ধরা নিষেধাজ্ঞার এই কঠিন সময়ে চালের এই সহায়তা তাদের পরিবারের খাদ্যের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি নিষেধাজ্ঞার কারণে স্থানীয় জেলে ও মান্তা সম্প্রদায়ের আয়-রোজগার বন্ধ হওয়ায় তারা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে সময় পার করছেন। এমন প্রেক্ষাপটে বিজিএফ-এর এই উদ্যোগ সংকটাপন্ন এই জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক স্বস্তি ও আশার সঞ্চার করেছে। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড