বাউফলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বাউফল উপজেলায় এক মতবিনিময় সভায় মাদক, খাসজমি বন্দোবস্ত ও সামাজিক ব্যাধি দূরীকরণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের কল্যাণে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। আমরা একটি সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করব।” উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা কাওসার হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ এবং বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান। সভায় বাউফল উপজেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষকমণ্ডলী এবং উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড