বাউফলে ডাকাতি করার সময় গণপিটুনিতে নিহত ১, আহত ১ News News Desk প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে ডাকাতির সময় স্থানীয় জনগণের হাতে গণপিটুনিতে নিহত হয়েছে একজন ডাকাত, আহত হয়েছে আরেকজন। আজ রোববার (২৪ আগস্ট) উপজেলার আদাবাড়িয়ার কাশিপুর এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটেছে। জানা যায়, আজাহার জোমাদ্দারের ঘরে সংঘবদ্ধ ডাকাতরা ডাকাতি করে সোনা গহনা নিয়ে যাওয়ার সময়ে ডাক চিৎকার দিলে স্থানীয় জনগনের হাতে গণপিটুনিতে মজিবর (৪০) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে এবং রাজিব (৩০) নামের একজন আহত আবস্থায় পুলিশ হেফাজতে বাউফল হাসপাতালে চিকিৎসারত আছেন। চিকিৎসারত ডাকাত রাজিব সাংবাদিকদের বলেন, তার বাড়ি পটুয়াখালীর মির্জাগন্জ উপজেলায় এবং নিহত মজিবরের বাড়ি বাউফলে ও তাদের সাথে কালাইয়া ইউনিয়নের বাচ্চু নামের একজন সেখান থেকে পালিয়ে যায়। এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাকাতদের। এর মধ্যে একজন মুজিবর মারা গেছেন। আরেকজনের নাম রাজীব। তিনি আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে বাউফল থানার ওসি তদন্ত মোঃ আতিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ডাকাতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড