বাউফলে ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ News News Desk প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পটুয়াখালীর বাউফলের গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বাউফল থানা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা শাখার আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সদস্য সচিব সাকিল আহম্মেদ, ছাত্র অধিকার পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, বাউফল উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহমুদ এবং পটুয়াখালী জেলা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন প্রমুখ। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড