রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

স্টাফ রিপোর্টার :- রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমোহন, ভোলা;

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন, উপ সহকারী পরিচালক (সার), বিএডিসি, বরিশাল; জনাব মোঃ শরীফ হোসেন, প্রধান শিক্ষক, পশ্চিম রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও অভিভাবকবৃন্দ, সমাজসেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক/শিক্ষিকা ছাত্র/ছাত্রীগণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি’র বক্তব্যে কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন বলেন, খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়।

খেলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদ্‌যাপন করতে হয় এবং পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়।

আমাদের আজকের প্রতিযোগিতার প্রতিটি ইভেন্ট একটি সুযোগ – নিজেকে চ্যালেঞ্জ জানানো, সীমাবদ্ধতাকে অতিক্রম করা এবং নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য।

আমি সকল প্রতিযোগীকে আহ্বান জানাই, সেরা পারফরম্যান্স প্রদর্শনের চেষ্টা করুন, কিন্তু মনে রাখবেন, ফলাফলের চেয়ে অংশগ্রহণ অনেক বেশি গুরুত্বপূর্ণ।

পরিশেষে, আমি আশা করি আমাদের এই দিনটি ক্রীড়ার উজ্জ্বল আদর্শের প্রতীক হয়ে থাকবে এবং আমরা সবাই একে এক স্মরণীয় দিন হিসেবে মনে রাখব।