বরিশালে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৪ News News Desk প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ১০, ২০২৪ চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশালে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আরিচুল হক। এরআগে বৃহস্পতিবার (৯ মে) রাতে বরিশাল নগরের সিএন্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলা এলাকার মোশরফা বেগম (৩৫), চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকার শিমু বেগম (৩৫), ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার সামিয়া আক্তার (১৬) ও কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন বড় ধুপিয়া এলাকার আবুল হোসেন (২৩)। ওসি আরিচুল হক বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি কোতোয়ালি) নাফিছুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে এসআই মো. রেজাউল করিমসহ একটি টিম নগরের সিএন্ডবি রোড কাজী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন তিন নারী ও এক পুরুষকে তল্লাশি করলে তাদের শরীরে স্কচটেপ দিয়ে আটকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। SHARES আইন আদালত বিষয়: