বরিশালের আড়িয়াল খাঁ নদে বিষ প্রয়োগ ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার, ৩ জেলের জরিমানা

News News

Desk

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালের মুলাদীর আড়িয়াল খাঁ নদে বিষ প্রয়োগ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের অপরাথে ৩ জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

তিনি জানান, আটক তিন জনকে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টের কাছে সোপার্দ করা হয়। মোবাইল কোর্ট বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অপরাধে মো. এমদাদুল হককে সাড়ে ৪ হাজার টাকা এবং কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে বসির ফকির ও ইউনুস ঘরামিকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে হিজলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি বেহুন্দি জাল ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। আড়াই লাখ টাকার বেশি মূল্যের ওই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম