বরিশালে নদী বন্দরে ছিন্নমূল শীতার্তদের পাশে জেলা প্রশাসক News News Desk প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশাল নদী বন্দরে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। শনিবার (১৩ জানুয়ারি) রাত ১১টায় নদী বন্দর ও আশপাশের এলাকার ৫ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে। SHARES সারাদেশ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড