বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News News

Desk

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ঝন্টু চন্দ্র শীল (৩৫) নামে এক সেলুন ব্যবসায়ী (নরসুন্দর) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কাঠেরপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝন্টু চন্দ্র শীল উপজেলার কাবাই ইউনিয়নের মাছুয়া খালি গ্রামের ওমেশ চন্দ্র শীলের ছেলে ও সেলুন ব্যবসায়ী।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত ঝন্টু চন্দ্র শীলের বিবাহিত জীবনের পাঁচ বছর পর গত বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বাকেরগঞ্জ বেসরকারি একটি হাসপাতালে তার স্ত্রী একটি পুত্রসন্তানের জন্ম দেন। তার নবজাতক পুত্রসন্তান ও স্ত্রী রঙ্গশ্রী ইউনিয়নের তবির কাঠি গ্রামের শ্বশুরবাড়িতে ছিল।

তাদের দেখতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে রাস্তা পারাপারের সময় তিন চাকার মাহিন্দ্রা সজোরে ধাক্কা দেয় ঝন্টু চন্দ্র শীলকে। আহত ঝন্টু চন্দ্র শীলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঝন্টু চন্দ্র শীলকে দেখে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহিন্দ্রাটি বাকেরগঞ্জ থেকে বরিশাল দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘাতক মাহিন্দ্রাটিকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে।

সূত্র : বিডিক্রাইম