মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার News News Desk প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে এনায়েতনগর ইউনিয়নের আলিপুর এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এনায়েতনগর ইউনিয়নের আলিপুর গ্রামের আড়িয়াল খাঁ নদীতে কয়েকজন লোক গোসল করতে গিয় লাশটি দেখে পুলিশে খবর দেয়। এরপর, পুলিশ গিয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: