ঝালকাঠির নলছিটিতে খাল থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার News News Desk প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩ অনলাইন ডেস্ক : ঝালকাঠির নলছিটি উপজেলায় খালে ভাসমান অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের বুড়িরহাট ট্রলারঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বুড়িরহাট ট্রলারঘাটের সেনের খালের কালভার্টের নিচে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে তাঁদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করা হয়। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: