বরিশালে দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত News News Desk প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩ ছবি : সাজ্জাদ হোসেন হৃদয় অনলাইন ডেস্ক : বরিশালে গত দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত। এদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বেশ কয়েকটি সড়ক ও এলাকায়। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বের হচ্ছে না বাড়ির বাইরেও। বরিশাল আবহাওয়া অফিস বলছে গত দুইদিনে চলতি বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালে। আব্দুল হাইয়ান নামে এক ব্যাংকার বলেন, গত দুইদিন ধরে থেমে থেমে আবার কখনো একটানা বৃষ্টি হচ্ছে। এতে অসহনীয় ভোগান্তিতে পড়তে হচ্ছে। অফিসে যেতে হবে বলেই বাসা থেকে বের হয়েছি। তা না হলে বের হওয়ার ইচ্ছা ছিল না। নগরীর বাংলা বাজার হাউজ রোড এলাকার বাসিন্দা রানা জানান, মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে রোডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। রিকশাচালক ইসমাইল ফরাজি বলেন, দুইদিনের বৃষ্টিতে ঠিকমত রিকশা চালাতে পারিনি। এতে না খেয়েই দিন পার করতে হচ্ছে। নগরীর বিভিন্ন রোডে পানি জমে গেছে, এতে রিকশা চালাতে পারছি না। এদিকে বৃষ্টির কারনে ভোগান্তিতে পরেছেন নগরীর নিন্ম আয়ের মানুষেরা। নগরীর বিভিন্ন কলোনীতে বৃষ্টির কারনে চুলোয় আগুন ধরাতেও পারেনি অনেকে। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: