পিরোজপুর সদরে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

News News

Desk

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

অনলাইন ডেস্ক : পিরোজপুর সদরে ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল। সোমবার (২ অক্টোবর) উপজেলার চর লখাকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছে কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার মানুষ।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বালুবোঝাই একটি পিকআপ ভ্যান সেতুটিতে উঠলে এটি ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও একটি নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজটি ঝুঁকপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই পিকআপ ওঠার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে। সাধারণ মানুষের চলাচলের জন্য মঙ্গলবার সকাল থেকে মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শুরু করা হবে।

সূত্র : বিডিক্রাইম