বরিশালে স্ত্রীর নির্যাতন সইতে না পেরে ৯৯৯-এ ফোন স্বামীর

News News

Desk

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালে স্ত্রীর নির্যাতন থেকে রক্ষা পেতে ৯৯৯ এ ফোন করে সহায়তা চেয়েছেন এক বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ গিয়ে তার খোঁজখবর নেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর নথুল্লবাদ লুৎফর রহমান সড়কের তুষার ভিলায় এ ঘটনা ঘটে।

দীর্ঘদিনের প্যারালাইসড ওই বৃদ্ধ মো. খলিলুর রহমান জনান, দীর্ঘদিন ধরে তিনি রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে রয়েছেন। এই অবস্থায় তার স্ত্রী তার সাথে দুর্ব্যবহার করে। তার দুর্ব্যবহারের কারণে তার সন্তানরাও বাসায় থাকতে পারে না।

তার সাথে তার আপন ভাইয়েরা বাড়িতে এসে দেখা পর্যন্ত করতে পারে না। তার মোবাইল ফোনও নিয়ে নিয়েছেন তার স্ত্রী। সেই ফোনে কারো সাথে কথা পর্যন্ত বলতে দেন না। এই অবস্থায় ৩ দিন আগে তার স্ত্রী তাকে ঘরে তালাবদ্ধ করে চলে যায়। তিনি এই নির্যানের হাত থেকে রেহাই পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন।

তার স্বজনরা জানান, তার এখন বৃদ্ধ বয়স। এই বয়সে তিনি যেখানে থাকতে স্বাচ্ছন্দবোধ করবেন সেখানেই যেন তাকে থাকতে দেয়া হয় তার ব্যবস্থা করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী হোসনেয়ারা বেগম।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা এসআই কবির জানান, তারা খবর পেয়ে এসে ওই বৃদ্ধের সাথে অন্যান্য আত্মীয়স্বজনকে দেখতে পেয়েছন। এখন যদি কোনো লিখিত অভিযোগ করা হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।