স্বেচ্ছাসেবী সংগঠন গর্বের বাকেরগঞ্জের নতুন কমিটির সভাপতি নাজিউর, সাধারণ সম্পাদক নেহাল

News News

Desk

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের বরিশাল জেলা শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সোমবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। এই কমিটি আগামী ০১ (এক) বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বরিশাল জেলা শাখা কমিটিতে নাজিউর রহমান সভাপতি এবং নাজমুল হাসান নেহাল সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বরিশাল জেলা শাখা কমিটিতে অন্যান্য হলেন জ্যেষ্ঠ সহ সভাপতি হৃদয় হোসেন, সহ সভাপতি শাহীন মিরা, মেহেদী হাসান সাইদ মোল্লা, মিজানুর রহমান শিপন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম নাসির, আশিকুর রহমান ইউনুস, দফতর সম্পাদক আল আমিন হাওলাদার,

অর্থ সম্পাদক মিরন হাওলাদার, প্রচার সম্পাদক নেয়ামুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেন হৃদয়, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফিরোজ আলম আকাশ, সাংস্কৃতিক সম্পাদক রাকিব সরকার রাজ এবং নির্বাহী সদস্যরা হলেন,

মোহাম্মদ মনজুরুল ইসলাম, সাইদুল ইসলাম রাজ্জাক, কাইয়ুম খান বাবু, সাইদুল ইসলাম, জাহিদ গাজি, মামুনুর রশিদ জিসান, হাবিবুর রহমান সজিব, ওমর ফারুক, সাইফুল ইসলাম সাকিব, শামিম হোসেন রনি প্রমুখ।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গর্ভের বাকেরগঞ্জ মোট তিনটি কমিটি ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল জেলার কমিটি ঘোষণা করা হয়েছে।