বরিশালের কাউনিয়ায় ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত News News Desk প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ওই এলাকার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৫৯) ও মো. হাবিব (৩৮) ওই এলাকার কন্ট্রাক্টর বাড়ির মামুন চৌধুরীর বাসায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের আধারে একটি পুকুর ভরাট করার কাজ করছিলেন শ্রমিকরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক পুকুর ভরাটের জন্য বালু নিয়ে আসে ও একটি একটি করে ট্রাক থেকে বালু পুকুরে ফেলা হচ্ছিল। আর সেই বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিবসহ অন্য শ্রমিকরা। ঘটনার সময় একটি ট্রাকের পেছনের চাকার পাশ থেকে বালু সরানোর কাজ করছিলেন ইউনুস ও হাবিব। এ সময় ট্রাকটি পেছনের দিকে গেলে চাকার নিচে চাপা পড়ে ইউনুস ও হাবিব। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শনকারি কাউনিয়া থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: