বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবের আকস্মিক মৃত্যু News News Desk প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মাদ রাকিব ফকির আকস্মিক মৃত্যুবরণ করেছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, ওই শিক্ষার্থী বরিশাল নগরীর আমতলা মোড়ে বাসা নিয়ে একা একটি কক্ষে থাকতেন ৷ আজ ভোরে তার গোঙানির আওয়াজ পেয়ে অসুস্থ অবস্থায় পাশের রুমের লোকজন উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দার উপজেলায়। ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজ আলম বলেন, ঘটনাটি সত্যি দুঃখজনক। আমি হাসপাতালে উপস্থিত হয়ে জানতে পেরেছি, গতকাল রাতের খাবারের পর রাকিব স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যান। পরে আজ ভোর বেলায় তার গোঙানোর আওয়াজ পেয়ে পাশের রুমের লোকজন তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন, পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বাবা-মা হাসপাতালে এসেছেন। তারা যদি চান তাহলে তার মরদেহ ময়না তদন্তের ব্যবস্থা করা হবে। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: