বরিশালের গৌরনদীতে পুকুরের পানিতে ডুবে ১ শিশু মৃত্যু News News Desk প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩ অনলাইন ডেস্ক : খেলার ছলে বাড়ির পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু ফাতেমা আক্তার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের আবুল হোসেন খানের মেয়ে। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয় সংবাদকর্মী কেএম সোহেব জুয়েল বলেন, ফাতেমাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে বাড়ির পাশের পুকুর থেকে তাকে (ফাতেমা) উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: