গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

News News

Desk

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ নারী যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ওই উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী যাত্রীর নাম দেলোয়ারা বেগম (৪০) তার সঙ্গে থাকা একটি পাসপোর্ট এর তথ্য অনুযায়ী নিহতর দেলোয়ারা বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালি এলাকার নুর আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে একটি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। বাসটি বার্থী বাসস্ট্যান্ডে পৌছালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এদে বাস দুটির অগ্রভাগ বিধ্বস্ত হয় এবং দেলোয়ারা বেগম নামে ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী এবং হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন