বরিশাল পাবলিক লাইব্রেরী চালুর দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ News News Desk প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩ অনলাইন ডেস্ক : ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরী চালুর দাবীতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে স্মরকলিপি দিয়েছেন সচেতন নাগরিক সমাজ। এসময় তারা লাইব্রেরীটি দ্রুত চালুর লক্ষ্যে এর অংশবিশেষ জাহানারা হল খুলে দেয়ার দাবী জানান। স্মারকলিপিতে নাগরিক সমাজের নেতৃবৃন্দ উল্লেখ করেন, পাবলিক লাইব্রেরীটি পুনরায় চালুর অংশ হিসেবে সেখানকার জাহানারা হলটি খুলে দেয়া দরকার। আগামী বছর ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবসে লাইব্রেরীটি পুর্নাঙ্গ রুপে চালুর আহবানও জানান তারা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল পাবলিক লাইব্রেরীর সদস্য মুকুন্দ লাল দেবনাথ, কবি জামাল আজাদ, জাপা নেতা আক্তার রহমান সপ্রু, এ্যাড: শাহিদা তালুকদার, সোহেল আকন নবাব, সিকদার হারুন মাহবুব, গোলাম মোহাম্মদ চৌধুরী বেলাল, স্বপন কুমার ব্যাপারী, বেলাল আহমেদ শান্ত প্রমূখ। প্রসঙ্গত, ১৮৫৪ সালে নগরীর বিবির পুকুরের উত্তর পাড়ে নিজস্ব সম্পত্তিতে বরিশাল পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। লাইব্রেরীর নামে এখনও ১৪.৬৮ শতাংশ নিজস্ব সম্পত্তি রয়েছে। কিন্তু ১৯৮৫ সালে লাইব্রেরীটি বান্দরোডে স্থানাস্তর করলে সেখানে আর পাঠক না যাওয়ায় লাইব্রেরীর প্রায় ৩০ হাজার বই সংরক্ষনের অভাবে নস্ট হয়ে যাচ্ছে। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: