বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড থেকে ১ কেজি গাঁজাসহ আটক ১

News News

Desk

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক হওয়া ওই যুবকের নাম আইভী হাসান হৃদয়। তিনি নগরীর ১০নং ওয়ার্ডের জব্বার মিয়ার গলির দেলোয়ার হাওলাদারের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২১ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে ১১নং ওয়ার্ডের ব্যাপ্টিস্ট মিশন রোড থেকে গাঁজাসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় ওই যুবকের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান, এএসআই মাহবুব আলম, এটিএসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্সরা অংশ নেয়।

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপ্টিস্ট মিশন রোডে অভিযান চালিয়ে হদয় নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : বিডিক্রাইম