জগন্নাথপুর কাটাগাঙের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে, চালক নিহত News News Desk প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩ অনলাইন ডেস্ক : সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদের কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চালকে সহকারী। মঙ্গলবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম ফারুক আহমদ (৪২)। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। নিখোঁজ সহকারীকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জ আসছিল। অতিরিক্ত ভার বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে চালক ও তার সহকারী। এর মধ্যে চালকের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। তবে সহকারী এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে। বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (জগন্নাথপুর সার্কেল) সুভাষ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: