বরিশালের গৌরনদীতে ৩ কেজি গাঁজা সহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

News News

Desk

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার বাসা থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দক্ষিণ রামসিদ্ধি গ্রামের মৃত সফিজদ্দিন সরদারের ছেলে জাকির সরদারকে গ্রেপ্তার করার জন্য শনিবার (১২ আগস্ট) বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন,

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুল ইসলাম, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির ও ইমরান নাজির তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ ঘরে আত্মগোপন করেন জাকির। পরে অনেক চেষ্টার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার জাকিরকে রোববার (১৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম