বরিশালে বিভিন্ন দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন

News News

Desk

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নগরীর রাস্তাঘাট মেরামত, জলাবদ্ধতা নিরসন করাসহ বিভিন্ন দাবিতে বরিশালে প্রতিবাদী মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।

রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি এই মানববন্ধন করে।

মানববন্ধনে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা কমিটির নবনির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।

মানববন্ধন থেকে বরিশালের খাল উদ্ধার ও পুনঃখনন, চুরি, ছিনতাই প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানানো হয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম