বরিশাল নগরীতে অনুমতি না নিয়ে জামায়াতের মিছিল করার আটক ২ News News Desk প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশাল নগরে অনুমতি না নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে নগরের নতুন বাজার এলাকায় ওই মিছিল বের করে জামায়াত। আটকরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার ভরত কাঠি এলাকার মৃত আব্দুল জলিল ফকিরের ছেলে বদরুল হাসান (৪২) ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের নুর আলম হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭)। কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নগরের নতুন বাজার এলাকায় অনুমতি না নিয়ে জামায়াত মিছিল করে। সেখানে পুলিশ গেলে সবাই পালিয়ে যায়। এই সময় দুইজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আইন আদালত বিষয়: