বরিশালের গড়িয়ারপাড় এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ নারী আটক

News News

Desk

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

অনলাইন ডেস্ক : নগরে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি জমিলা খাতুনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে নগরের গড়িয়ারপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। গ্রেপ্তার জমিলা কুমিল্লা জেলার চান্দিনা এলাকার মাসুম মোল্লার স্ত্রী।

ওসি হেলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গড়িয়ারপাড়ের আল্লাহর দান হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তখন তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে তিনকেজি গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম