বরিশালে জমে উঠেছে খাটিয়া-হোগলার বাজার

News News

Desk

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

অনলাইন ডেস্ক : বরিশালে কোরবানির ঈদে অত্যাবশ্যকীয় খাটিয়া, হোগলা, বিক্রি জমজমাট। তবে আগের চেয়ে দেড়-দুইগুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব পণ্য।

নগরীর হাটখোলা ঘুরে দেখা গেছে

গত বছর একশ’ থেকে দেড়শ’ টাকায় বিক্রি হওয়া হোগলা সাইজ ভেদে বিক্রি হচ্ছে ২শ’ থেকে ৩শ’ টাকায়।

উৎপাদন ও পণ্য পরিবহনে খবর বেড়ে যাওয়ায় এসব পণ্যের দাম আগের চেয়ে বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

 


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড