বরিশালে ছাত্রলীগের আহ্বায়কসহ ১৩ জন কারাগারে

News News

Desk

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালে নৌকার ৩ কর্মীকে মারধরের মামলায় মহানগর ছাত্রলীগ আহবায়ক রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আহমেদ সোমবার (১৫ মে) বিকেল ৩টার দিকে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে মান্নাসহ ১৩ জনের পক্ষে আদালতে জামিন আবেদন করা হলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করেন।

রবিবার (১৪ মে) রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশান এলাকায় নৌকার ৩ কর্মী হালিম, মনা ও জাহিদকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় আহত ৩ জনকে রাতে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত মনা আহমেদ বাদী হয়ে ওই রাতে মান্নাসহ ২১ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন জনকে অভিযুক্ত করে হামলা, মারধর ও হুমকি প্রদানের অভিযোগে কাউনিয় থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় মান্নাসহ ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। মামলা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল।

যদিও ওই হামলার ঘটনা সাজানো দাবি করে আজ দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে মহানগর আওয়ামী লীগ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড