ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বরিশালে জরুরি সভা News News Desk প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩ অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ৪ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকারসহ জুমে সংযুক্ত ছিলেন জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-সহ অন্যরা। ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় জনগণের জানমাল রক্ষায় সব সাইক্লোন শেল্টার প্রস্তুতির পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, পর্যাপ্ত শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ওষুধ, মোমবাতি, ম্যাচ, খাবার স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা, জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার, প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্বারোপ, পর্যাপ্ত গো-খাদ্যের ব্যবস্থা রাখা, সিপিপি, রেড ক্রিসেন্টসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা এবং জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালুর সিদ্ধান্ত হয়েছে। বরিশাল জেলায় ৫৪১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। দুর্যোগকালীন ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তিগত বহুতল ভবন, অফিসসমূহ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে বলে সভায় জানান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: