আমরা বাল্য বিবাহ মুক্ত এলাকা গড়বো – ওয়ার্ল্ড ভিশন

News News

Desk

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৩
ছবি : মোঃশহিদুল ইসলাম সুজন

মোঃ শহিদুল ইসলাম সুজন, বরিশাল : বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন ১০ নং ওয়ার্ড কেডিসি (বালুর মাঠ) এলাকায় ওয়ার্ল্ড ভিশনের বাল্য বিয়ে মুক্ত মহল্লা, সচেতনতা মূলক প্রচার প্রচারণার আয়োজন করা হয়।

শনিবার (১৯ মার্চ) দুপুর তিন ঘটিকা সময় রাজ্জাক স্মৃতি কলোনী(বালুর মাঠে) এ আয়োজন করা হয়।

আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাল্য বিয়ে মুক্ত মহল্লা, আমার মহল্লা আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত এই স্লোগান রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১০ নং ওয়ার্ড চন্দ্রদ্বীপ কমিটি সদস্য রেশমা বেগম বলেন, দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করেই বন্ধ করতে হবে বাল্যবিবাহ।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের-ডেপুটি-ডিরেক্টর দিলারা খানম (বাল্য বিবাহ বন্ধে প্রতিবন্ধকতা ও শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত বক্তব্য রাখেন।

ড.শংকর কুমার সাহা-ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম,স্পেশালিস্ট-স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস,।বিউটি কুইন-ফিল্ড এ্যাডভোকেসি কোর্ডিনেটর।

ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন, সন্তোষ রোজারিও, চাইল্ড প্রোটেকশন,কোডিনেটর,তিনি বলেন, মেয়েশিশুর সব থেকে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে সিদ্ধান্ত গ্রহণ ও নিজের মতো জীবন যাপন করতে পারে না ওই শিশু।

এখনো ১৮ বছর বয়স হওয়ার আগেই ৫১ ভাগ মেয়ের বিয়ে হচ্ছে। সরকারের সদিচ্ছার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, আইনের প্রয়োগ,নজরদারি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো গেলে দেশ থেকে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব।

ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার পূর্ণিমা মন্ডল বলেন, আমার মহল্লা আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত, বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন। তিনি বলেন, আসুন আমরা বাল্যবিবাহ বন্ধ করি। সুস্থ, ও সু স্যস্থ্য সমাজ গড়ি। বাল্যবিবাহ বন্ধ করার জন্য পুলিশের সহায়তা নিন। অথবা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

কোতয়ালী মডেল থানার নারী, শিশু ডেস্কের দায়িত্বরত ও ১০ নং ওয়ার্ড বিট পুলিশের এ এস আই রুমা পারভিন।