নগরীর ১নং ওয়ার্ডে UNDC এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

নগরীর ১নং ওয়ার্ডে UNDC এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, বরিশাল : নগরীর বিসিক ০১নং ওয়ার্ড এলাকা উন্নয়ন কমিটি (UNDC) এর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা মূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, সিনিয়র প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ।
আরও উপস্থিত ছিলেন নিপু বেগম শাপলা এলাকা উন্নয়ন কমিটি (ইউএনডিসি) সভাপতি ০২নং ওয়ার্ড । এ সভার সভাপতিত্ব করেন জুয়েল তালুকদার, জুইঁ এলাকা উন্নয়ন কমিটি (ইউএনডিসি) সভাপতি ০১নং ওয়ার্ড।

বক্তব্যে হুমায়ুন কবির সিনিয়র প্রোগ্রাম অফিসার বলেন, বর্তমান সমাজে বাল্যবিবাহ, নারী সহিংসতা, শিশু নির্যাতন সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। বর্তমান বাংলাদেশে বাল্যবিবাহের হার দিন দিন বেড়েই চলেছে । যা মধ্যেবিত্ব -নিম্নোক্ত পরিবারের মাঝে এ বাল্যবিবাহের ঝোঁক বেশি।

পরিবারের আর্থিক অবস্থার অবনতি, সামাজে প্রচলিত কুসংস্কার, ইভটিজিং এর স্বীকার সহ বিভিন্ন কারনে এমন অপরাধ সংগঠিত হচ্ছে। বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। পরিবার,সমাজ বা দেশের ভবিষ্যত ধ্বংসের মুখে পড়ছে। এমনকি বাল্যবিবাহের মাধ্যেমে আত্মহত্যার মত নানাবিধ অপরাধ সংগঠিত হচ্ছে আমাদের সমাজে।

তাই আমাদের এ বিষয় সচেতন হতে হবে এবং কঠিন অবস্থান নিতে হবে। প্রয়োজনে ৯৯৯ সহ প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে জেল জরিমানার সম্মুখীন করতে হবে অসচেতন পরিবার সদস্যদের । আমাদের সচেতনতা এ অপরাধ রুখতে বড় ভুমিকা পালন করবে এবং পারা মহল্লা সকলের মাঝে উদাহরণ হয়ে থাকবে আমাদের কার্যক্রম ।

আমাদের সচেতনতার বার্তা সকলের মাঝে সঠিক ভাবে পৌঁছে দিতে পারলে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। এ সময় অন্যান্য বক্তাগণ বলেন আজ আপনি অভাব অনটনে থেকে নিজ মেয়ে সন্তানকে বাল্যবিবাহের মত অপরাধ কে হেলা করছেন। নিজ সন্তান কে তার উপযুক্ত বয়সে মেয়ে ১৮ বছর বয়স ও ছেলে ২০ বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের বিবাহ সম্পন্ন করা যাবে না।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ০১নং ও ০২নং ওয়ার্ড শিশু ফোরাম সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে বক্তাগণ বাল্যবিবাহ ঝুকিপূর্ণ পাড়া-মহল্লা কে বাল্যবিবাহ মুক্ত এলাকা ঘোষণা করতে, এমন অপরাধ রুখে দিতে সকল কে এগিয়ে আশার জন্য অনুরোধ জানান।