বরিশাল নগরীর ১নং ওয়ার্ডে প্রীতি নারী ফুটবল খেলা অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩ ছবি : মো: মনিরুল ইসলাম মো : মনিরুল ইসলাম : নগরীর বিসিক এলাকা বালুর মাঠে “০১নং ওয়ার্ড এলাকা উন্নয়ন কমিটি (UNDC)” এর আয়োজনে প্রীতি নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজু উইলিয়াম রোজারিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল জেলা কোস্টাল ও রিভার বেসিন ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটন মন্ডল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল ক্লাসটারের সিনিয়র ম্যানেজার , হুমায়ুন কবির সিনিয়র প্রোগ্রাম অফিসার, চার্চিল দাস স্পনসরশিপ ও শিশু সুরক্ষা অফিসার । প্রধান অতিথির বক্তব্যে কোস্টাল ও রিভার বেসিন ক্লাস্টারের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও বলেন বর্তমান সমাজে বাল্যবিবাহ, নারী সহিংসতা, শিশু নির্যাতন সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। নারী ফুটবল টুনামেন্ট এর একটি নিরব প্রতিবাদ। শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ফুটবল টিম নিজেদের সফলতার মাধ্যেমে বড় ভুমিকা পালন করবে এবং পারা মহল্লা সকলের মাঝে উদাহরণ হয়ে থাকবে। আমাদের নারী ফুটবল খেলার সাথে যুক্ত শিশুদের সফলতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। এ সময় অন্যান্য বক্তাগণ শিশু ফুটবল খেলোয়াড়দের মাঝে উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ০১নং ও ০২নং ওয়ার্ড শিশু ফোরাম সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিগণ নারী ফুটবল বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড