শেখ হাসিনা সেনানিবাসে বঙ্গবন্ধু কাপ ওপেন গলফ টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সেনানিবাসে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) Bangabandhu Cup Open Golf Tournament – March 2023 পায়রা পল্ফ এন্ড কান্ট্রি ক্লাব এ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি, জিওসি ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর মেডিন ডিজাইন লিমিটেড এবং মেডিন ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সবুর খান। উক্ত টুর্নামেন্টে পলল্ফ ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্য গলফারসহ জুনিয়র, লেডি এবং রেগুলার গফ্ফার ক্যাটাগরিতে সর্বমোট ৬৩ জন গফ্ফার অংশগ্রহণ করেন। পায়রা নদীর তীরে অবস্থিত পায়রা গলফ এন্ড কান্ট্রি ক্লাব নবগঠিত শেখ হাসিনা সেনানিবাসে ২২ আগস্ট ২০২২ তারিখে উদ্বোধন করা হয়েছে যা সামরিক/বেসামরিক সকল বাংলাদেশী নাগরিকদের জন্য উন্মুক্ত। উক্ত গলফ ক্লাবটি পায়রা নদীর তীর ঘেঁষে তৈরী করা হয়েছে বিধায় তা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করতে সক্ষম এবং বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষের জন্য খেলাধুলা ও বিনোদনের বিশেষ সুযোগ সৃষ্টি করেছে। SHARES খেলাধুলা বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড