গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : গ্রামীন জিসি চক্ষু হাসপাতাল রুপাতলী, বরিশালের পরিচালনায় সোমবার (২৩ জানুয়ারি) এ্যাংকর সিমেন্ট ও এস. বি. এস. এ এর যৌথ আয়োজনে হাচেঁন আলী পঞ্চায়েত কিন্ডার গার্টেন, দক্ষিণ শিয়ালকাঠি, ভান্ডারিয়াতে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প আয়োজিত হয়েছে।

উক্ত ক্যাম্পটির সার্বিক তত্ত্ববাধনে ছিল খায়রুল ইসলাম সজিব তালুকদার এবং ক্যাম্পটির পরিচালনার দায়িত্ব ছিলেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার জি এম ইমরান।

উক্ত ক্যাম্পে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ২০ জন ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।